পোস্টগুলি

নভেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তাল সন্দেশ রেসিপি (tal sandesh recipe

ছবি
  তাল সন্দেশ রেসিপি বাড়িতেই বানান তাল সন্দেশ। আমরা বাঙালিরা মাছ ভাত খেতে খুবই পছন্দ করি । আর কোন অনুষ্ঠান অথবা ছুটির দিন খাসির মাংস মানেই স্পেশাল কিছু । আর খাওয়ার পর একটু মিষ্টি খেতে খুব ভালো লাগে । আর তালের সন্দেশ অসাধারণ। চলুন এবার জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ ৩০০ গ্রাম  ছানা । ২/ দেড় কাপ  চিনি । ৩/ ১ কাপ  তালের রস। ৪/ অর্ধেক  নারকেল কোরা। ৫/ ৫ চা চামচ মতো  ঘি। ৬/ আধা চা চামচ  এলাচ গুঁড়ো। ৭/ কিছু ড্রাই ফ্রুট কুঁচি। এবার জেনে নেয়া হয়েছে কি কি উপকরণ প্রয়োজন। চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে তাল সন্দেশ । নির্দেশাবলী:- ১/ প্রথমে গ্যাসে কড়া তে তালের রস টা জাল দিয়ে দিন । ২/ এরপর ছানাটা একটা পাত্রে ঢেলে ভালো করে হাতের তালুর সাহায্যে চেপে চেপে মেখে নিন। ৩/ অন্য একটা কড়া তে ঘি গরম করে তাতে ছানাটা দিয়ে মিনিট পাঁচেক অল্প আঁচে নেড়ে তাতে চিনি ও নারকেল কোড়া দিয়ে চিনি গলে না যাওয়া পর্যন্ত আবারও মিনিট খানেক নাড়তে থাকুন। ৪/ এবার তালের রস টা ছানাতে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ও বাড়িয়ে ছানায় পাক দিয়ে ...

বিফ বিরিয়ানি রেসিপি / Beef biriyani recipe

ছবি
বাড়িতে সহজেই তৈরি করুন বিফ বিরিয়ানি। আমাদের ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই বিরিয়ানি জনপ্রিয়। তবে একেক দেশে একেক প্রাণির মাংস ব্যবহার করা হয়। আমাদের এখানে গরু, খাসি, ও মুরগির মাংসের ব্যবহার থাকলেও আবার কোনো কোনো অঞ্চলে পাঠার মাংস দিয়েও বিরিয়ানি রান্নার প্রচলন আছে। এখনে গরুর মাংস দিয়ে ঝটপট বিরিয়ানি তৈরি পদ্ধতিটা দেওয়া হল। চলুন এবার জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ গরুর মাংস ১ কেজি। ২/ পোলাওর চাল ১ কেজি। ৩/ তেল ও ঘি পরিমাণ মতো। ৪/ পেঁয়াজকুচি ২ কাপ। ৫/ টক দই আধা কাপ। ৬/ কাঁচা-মরিচ ১০ টি। ৭/ আলু বোখারা ৪ টি। ৮/ আস্ত দারুচিনি ৩ টি। ৯/ এলাচি ২ টি । ১০/ তেজপাতা ৫ টি। ১১/ লবঙ্গ পরিমাণ মতো। ১২/ বড় বড় করে কাটা আলু ১০ টুকরা। ১৩/ বিরিয়ানির মসলা ২ টেবিল-চামচ। ১৪/ আদা-বাটা ১ টেবিল-চামচ। ১৫/ রসুন-বাটা ১ টেবিল চামচ। ১৬/ গরম পানি পরিমাণ মতো। ১৭/ অল্প একটু জাফরান এক কাপ ঘন দুধে মেশানো। ১৮/ কিশমিশ পরিমাণ মতো। ১৯/ কাঠ-বাদাম ১৫টি একটু ভেজে বেটে নেওয়া। জানা হলো কি কি উপকরণ প্রয়োজন । চলুন এবার বানানো যাক বিফ বিরিয়ানি। নির্দেশাবলী:- ১/ মাংস ধুয়ে বড় টুকরা ক...

চিকেন ৱোস্ট/Chicken Roast

ছবি
চিকেন ৱোস্ট ৱেসিপি । ছুটিৱ দিন হোক অথবা ৱবিবাৱ মটন না হলে, চিকেন ছাড়া চলে না। আৱ চিকেন এৱ অনেক সহজ ৱেসিপি হয়। আৱ যে ৱেসিপি তে চিকেন থাকে ৱেসিপিৱ স্বাদ সাধাৱনত ভালোই হয়ে । তবে, চিকেন এৱ কিছু কিছু ৱেসিপি আছে ভালো কৱে মশলা মাখিয়ে ৱান্না কৱলে দাৱুন সূস্বাদু হয়। এৱকমই একটা ৱেসিপি হলো চিকেন ৱোস্ট। চিকেন ৱোস্ট এৱ ৱেসিপি কে কাজে লাগিয়ে আমৱা একটা দাৱুন সূস্বাদু ডিশ তৈৱী কৱে ফেলতে পাৱি । চলুন জেনে নেয়া যাক চিকেন ৱোস্ট বানাতে কি কি উপকরণ প্রয়োজন। উপকরণ:- ১/ চিকেন ৫০০ গ্রাম। ২/ টক দই ৪ টেবিল চামচ। ৩/ কাজু বাটা ৪ টেবিল চামচ। ৪/ টমেটো সস ৩ চা চামচ। ৫/ লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। ৬/ রসুন বাটা ২ চা চামচ। ৭/ আদা বাটা ২ চা চামচ। ৮/ জিরে বাটা ১ চা চামচ। ৯/ ধনে বাটা ১ চা চামচ। ১০/ আধা কাপ দুধ। ১১/ পেঁয়াজ বাটা ১ কাপ। ১২/ তেজপাতা ৩ টা। ১৩/ ঘি ৩ চা চামচ। ১৪/ স্বাদ মতো লবন। ১৫/ স্বাদ মতো চিনি। ১৬/ গরম মশলা ১ চা চামচ। ১৭/ গোলাপ জল ৫ ফোঁটা। ১৮/ কেওড়া জল ৫ ফোঁটা। ১৯/ জয়ফল ১ টা। ২০/ জয়ত্রি ২ টুকরো গুঁ...