খাসির মাংস রান্না রেসিপি

 -:খাসির মাংস নারকেল দুধ রান্না রেসিপি:-


নারকেলের দুধে খাসির মাংস রান্না রেসিপি:-


প্রথমে জেনে নেয়া যাক "নারকেল দুধে খাসির মাংস" রান্না করতে কি কি উপকরণ লাগবে ।


উপকরণ:-

পরিবেশন সংখ্যা:- ৪


১) খাসির মাংস ৫০০ গ্রাম ।


২) পেঁয়াজ কুচি ১ কাপের থেকে কম ।


৩) আদা বাটা এক থেকে দেড় চা চামচ ।


৪) রসুন ১ চা-চামচ ।


৫) এলাচি ২ টি ।


৬) দারুচিনি ১ টুকরা ।


৭) দই আধা কাপ ।


৮. তেল আধা কাপের থেকে কম ।


৯) চিনি আধা চা চামচ ।


১০) লবন স্বাদ মতো ।


১১) নারকেলের দুধ এক কাপ ।


১২) দুধ রুচি অনুসারে ।


১৩) কাঁচা লঙ্কা ৩ টি ।


১৪) নারকেল কুচি ১ চা চামচ।


জানা গেছে কি কি উপকরণ লাগে ।


চলুন এবার রান্না করা যাক ।


নির্দেশাবলী:- 


১) প্রথমে পেঁয়াজ বাদামি করে ভেজে এর অর্ধেকটা অন্য পাত্রে তুলে রাখতে হবে।


 ২) তারপর তেলে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ।


৩) তারপর নারকেল দুধ, কাঁচা লঙ্কা ও বাকি সব মসলা দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। (নারকেল কুচি ছাড়া) ।


৪) এবার মাংস কিছুটা নরম হয়ে এলে দুধ মিশিয়ে অপেক্ষা করতে হবে ফুটে ওঠা পর্যন্ত।


৫) মাংস মাখা-মাখা হয়ে এলে তাতে নারকেল কুচি দিয়ে অল্প আঁচে ৩০ মিনিটের মতো রাখতে হবে। তারপর নামিয়ে নিয়ে নিন ।

এবার পরিবেশন করুন ।


পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন ।


ধন্যবাদ ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

रोज पुडिंग रेसिपी

চিকেন স্যুপ রেসিপি/ Chicken Soup Recipe Bengali

चिली पनीर मोमो