টেন্ডার কোকোনাট পুডিং

টেন্ডার কোকোনাট পুডিং
বাড়িতে সহজেই বানান সুস্বাদু "টেন্ডার কোকোনাট পুডিং" ।


চলুন প্রথমে জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে ।


উপকরণ:-

১/ টেন্ডার কোকোনাট ৩ কাপ ।

২/ দুধ ২ কাপ ।

৩/ চিনি ১ কাপ ।

৪/ ভুট্টা আটা আধা কাপ ।

৫/ পিস্তা কুঁচি ৩ চা চামচ ।

৬/ এলাচি গুঁড়ো ১ চা চামচ ।

৭/ ঘী ২ চা চামচ ।

চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে।


নির্দেশাবলী:-

১/ প্রথমে টেন্ডার কোকোনাট আর একটু দুধ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পিষে নিন।
২/ এবার একটি বাটিতে ভুট্টা আটা আর দুধ দিয়ে চিকন ঘোল বানিয়ে নিন ।

৩/ এবার একটি কড়াইয়ে পিষে রাখা কোকোনাট দিয়ে ৪-৫ মিনিট পর্যন্ত রান্না করে নিন ।

৪/ এবার চিনি দিয়ে নাড়তে থাকুন ।

৫/  এবার ভুট্টা আটা দুধের ঘোল দিয়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন, ঘন হয়ে এলে নামিয়ে নিন । একটু ঠান্ডা করে নিন ।

৬/ এবার একটি বাটিতে ঘী লাগিয়ে এলাচি গুঁড়ো আর পিস্তা কুঁচি ছড়িয়ে দিন, হালকা গরম কোকোনাট মিশ্রণ ঢেলে দিয়ে ঠান্ডা করে নিন । ভালো ভাবে ঠান্ডা হতে দিন ।

৭/ ভালো ভাবে ঠান্ডা হয়ে গেলে, ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিন, ঘন্টাখানেক পর ফ্রিজ থেকে বের করে নিন, আর বাটি থেকে প্লেটে বার করে নিন ।

পরিবেশনের জন্য তৈরি "টেন্ডার কোকোনাট পুডিং"।


আপনি যদি নিজের পছন্দের রেসিপি পেতে চান তবে কমেন্ট করে জানান, আমরা আপনার পছন্দের রেসিপি পোস্ট করবো ।

ধন্যবাদ ।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

रोज पुडिंग रेसिपी

চিকেন স্যুপ রেসিপি/ Chicken Soup Recipe Bengali

चिली पनीर मोमो