চিকেন স্যুপ রেসিপি/ Chicken Soup Recipe Bengali
চিকেন স্যুপ চটজলদি তৈরি করে নিতে পারেন। প্রোটিনে ভর্তি চিকেন স্যুপ। তারসঙ্গে পছন্দমত সব্জি হজমে ও সমস্যা হবে না, আর শরীরে যথেষ্ট উপকারী উপাদান পৌঁছবে, তৈরিও করা যায় খুব সহজেই। শীতকালে শারীরিক উষ্ণতা ও পুষ্টি বজায় রাখতে এককথায় স্যুপ অনবদ্য। তা চিকেন হোক বা মরশুমি সব্জি সবই স্যুপ তৈরীতে কাজে লাগে। চলুন এবার জেনে নেয়া যাক চিকেন স্যুপ বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণ:- ১/ চিকেন ২৫০ গ্রাম। ২/ ডিম ২ টো। ৩/ গাজর কুচি ১ টি। ৪/ পেয়াজকলি ৪ চা চামচ। ৫/ গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ। ৬/ বাটার ২ চা চামচ। ৭/ কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ। ৮/ কাপসিকাম অল্প। ৯/ স্বাদমতো লবণ। ১০/ পরিমাণমতো পানি। জানা হলো কি কি উপকরণ লাগবে চিকেন স্যুপ বানাতে। চলুন এবার জেনে নেয়া যাক চিকেন স্যুপ কি ভাবে বানাতে হবে। নির্দেশাবলী:- ১/ প্রথমে কড়াই গরম করে বাটার দিয়ে গরম করে নিন। ২/ এবার চিকেন পিস্ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণমত জল সেদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে ঢেকে রাখুন। ৩/ এবার দেখুন চিকেন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ৪/ এবার কাটা চামচ দিয়ে ছোট ছোট করে চিকেন হাড় থেকে ছাড়িয...