বোম্বে আইস হালুয়া
বাড়িতেই বানান সুস্বাদু বোম্বে আইস হালুয়া । আপনিও বানাতে পারেন বোম্বে আইস হালুয়া । খেতে খুবই সুস্বাদু বোম্বে আইস হালুয়া । বানানো একটু কঠিন, তবে চেষ্টা করলে আপনিও বানাতে পারেন বোম্বে আইস হালুয়া, স্টেপ বাই স্টেপ দেখে বানান । আর আমি একটু সহজ ভাবে লিখেছি, যেন আপনার বুঝতে অসুবিধা না হয় । চলুন এবার জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে বোম্বে আইস হালুয়া বানাতে। উপকরণ:- ১/ সুজি এক কাপ । ২/ দুধ পাঁচ কাপ । ৩/ ঘী দেড় কাপ । ৪/ ড্রাই ফ্রূটস কুঁচি চার টেবিল চামচ । ৫/ ফুড কালার এক চুটকি । ৬/ ছোট এলাচ গুঁড়ো আধা চা চামচ । ৭/ কেশর একটু । ৮/ চিনি এক কাপ । ৯/ সিলভার সিট (ফোয়েল পেপার ) জানা হলো কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে বোম্বে আইস হালুয়া । নির্দেশাবলী:- ১/ প্রথমে একটা পাত্রে দুধ আর সুজি ভালো করে মিক্স করে নিন, ঢেকে রাখুন ২০ মিনিট । ২/ ২০ মিনিট পর একটা কড়াই গ্যাসে বসান, দুধ আর সুজির মিক্স কড়াইতে দিয়ে গরম হতে দিন, গ্যাস একেবারেই স্লো রাখুন, যত কম পারেন তত কম রাখুন । ৩/ এবার কড়াইতে এক কাপ ঘী দিয়ে নাড়তে থাকুন (আধা কাপ ঘী বাঁচিয়ে ...