ম্যাংগো ক্যারামেল চিজ পুডিং
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWCtxaJFmlL1TTNwwcK1RQ6RCnb1gwag7gLYW2FgxFmuF2D3xsY1vxRsDjx0fwe-TnjTxvrAJ99kAcmDq3331mUcnNsKbrQnBHrWQxBRzG145qdmOSaiSn_iukwWrJevGEqTnixElPZGs/s1600/1653844702106683-0.png)
ম্যাংগো ক্যারামেল চিজ পুডিং রেসিপি । যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও সুস্বাদু "ম্যাংগো ক্যারামেল চিজ পুডিং"। চলুন প্রথমে জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ দুই কাপ চিজ (ছানা মিক্সিতে স্মুথ করে নেওয়া)। ২/ আমের পেস্ট ২ কাপ । ৩/ ডিম ৫ টি । ৪/ চিনি ৬ টেবিল চামচ । ৫/ দুধ ৪ কাপ (ফুটিয়ে ভালো করে গাঢ় করা)। ৬/ কেশর এক চিমটি । জানা হলো কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে "ম্যাংগো ক্যারামেল চিজ"। নির্দেশাবলী:- ক্যারামেল তৈরি। ১/ একটা পাত্রে চিনি দিন । ২/ এক টেবিল চামচ জল দিয়ে ফুটতে দিন, ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে যে বাটিতে পুডিং করবেন সেটাই দিয়ে সেট হতে দিন । পুডিং তৈরি ১/ হালকা গরম দুধে কেশর ভিজিয়ে দিন । ২/ আমের পেস্ট ছাঁকনিতে ছেঁকে নিন । ৩/ এবার চিজ, আমের পেস্ট এবং কেশর ভেজানো দুধ এক সাথে ভালো করে মিশিয়ে দিন । ৪/ এবার ডিম ভালো করে ফেটিয়ে ছেঁকে আমের মিশ্রনে ভালো করে মিশিয়ে দিন । ৫/ এবার আমের মিশ্রণ ক্যারামেল এর বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন । ৬/ এবার কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে, স্ট্যান্ডের একটু উপর পর্...