বিফ দম বিরিয়ানি রেসিপি
বিফ বিরিয়ানি রেসিপি / Beef biriyani recipe বাড়িতে সহজেই তৈরি করুন বিফ বিরিয়ানি। আমাদের ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই বিরিয়ানি জনপ্রিয়। তবে একেক দেশে একেক প্রাণির মাংস ব্যবহার করা হয়। আমাদের এখানে গরু, খাসি, ও মুরগির মাংসের ব্যবহার থাকলেও আবার কোনো কোনো অঞ্চলে পাঠার মাংস দিয়েও বিরিয়ানি রান্নার প্রচলন আছে। এখনে গরুর মাংস দিয়ে ঝটপট বিরিয়ানি তৈরি পদ্ধতিটা দেওয়া হল। চলুন এবার জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ গরুর মাংস ১ কেজি। ২/ পোলাওর চাল ১ কেজি। ৩/ তেল ও ঘি পরিমাণ মতো। ৪/ পেঁয়াজকুচি ২ কাপ। ৫/ টক দই আধা কাপ। ৬/ কাঁচা লঙ্কা ১৪-১৫ টি। ৭/ আলু বোখারা ৪-৫ টি। ৮/ আস্ত দারুচিনি ৩ টি। ৯/ এলাচি ২ টি । ১০/ তেজপাতা ৩-৪ টি। ১১/ লবঙ্গ পরিমাণ মতো । ১২/ বড় বড় করে কাটা আলু ১০ টুকরা। ১৩/ বিরিয়ানির মসলা ২ টেবিল-চামচ। ১৪/ আদা-বাটা ১ টেবিল-চামচ। ১৫/ রসুন-বাটা ১ টেবিল চামচ। ১৬/ গরম পানি পরিমাণ মতো। ১৭/ অল্প একটু জাফরান এক কাপ ঘন দুধে মেশানো। ১৮/ কিশমিশ পরিমাণ মতো। ১৯/ কাঠ-বাদাম ১৫টি একটু ভেজে বেটে নেওয়া। জানা হলো কি কি উপকরণ প্রয়োজন । চলুন এ...